রমজানের পবিত্রতা রক্ষা এবং খাদ্যে ভেজাল ও পঁচাবাসী রোধে বরিশালে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। রমজানের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও (শনিবার) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
তবে প্রথম দিন ৪০ হাজার টাকা জরিমানা করা হলেও শনিবার কাউকে জরিমানা না করে কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করে দিয়েছেন ভ্র্যাম্যমাণ আদালত।
সকাল ১১টায় নগরীর বাংলা বাজার এবং পরবর্তীতে বটতলা বাজারে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রবিন শীষ এবং জয়দেব চক্রবর্তীর নেতৃত্বাধীন পৃথক ভ্রাম্যমাণ আদালত।
জেলা মার্কেটিং বিভাগ এবং পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।
বিডি প্রতিদিন/১৯ মে ২০১৮/এনায়েত করিম