ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ হেলিপ্যাড মার্কেটের এসটি ট্রেডার্স নামের একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ও মেয়াদ উত্তীর্ন প্রসাধন সামগ্রী উদ্ধার করেছে র্যাব-৮ সদস্যরা। এসময় আটক করা হয় দোকানের মালিক সাইফুল ইসলাম (৩৪) কে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক মোঃ হাছান আলী জানান, গোপন সংবাদের ভিক্তিতে শনিবার দুপুরে এসটি ট্রেডার্সে অভিযান চালানো হয়। এসময় দোকান থেকে ফগ স্প্রে, কলগেট পেষ্ট, জনসন লোশন, ক্লিন এন্ড ক্লিয়ার ফ্রেসওয়াস, বিভিন্ন প্রকারের ক্রিম, কুমারিকা তেলসহ বিভিন্ন নামী ব্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পরে দোকান মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত নকল প্রসাধনী সামগ্রী আগুনে পুড়িয়ে ধংস করা হয়। এছাড়া হেলিপ্যাড সবজি বাজারে অভিযান চালিয়ে সবজি ব্যবসায়ী মোঃ শাহীন মিয়াকে অতিরিক্ত মূল্যে সবজি বিক্রির দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর