দিনাজপুরের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
এসময় আটকদের কাছ থেকে ৬২টি ইয়াবা ট্যাবলেট, ২শ গ্রাম গাঁজা, ৫ পুরিয়া হিরোইন ও ১০ লিটার দেশি চোলাই মদ জব্দ করা হয়েছে।
এই ঘটনায় ফুলবাড়ী থানার এসআই শাহ আলম, এসআই আব্দুর রহমান, এসআই এসরাকুল, এসআই আব্দুল হালিম ও এসআই হাবিব উদ্দিন বাদি হয়ে পৃথক ১১টি মামলা দায়ের করেছেন।
আটক মাদক বিক্রেতারা হলো- ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম গামা, জয়পুর হাট জেলার পাচবিবি উপজেলার ত্রিপুরা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মনির, দিনাজপুরের পার্বতীফুর উপজেলার মোজাফ্ফর নগর গ্রামের আফজাল হোসেনের ছেলে মাহবুবুর রহমান, ফুলবাড়ী উপজেলার কানাহার খালাশিপাড়া মাহাতাব উদ্দিনের ছেলে আউয়াল, কাটাবাড়ী গ্রামের উম্মেদ চন্দ্রর ছেলে হাপু দাস, উত্তর কৃষ্ণপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে বাদশা মিয়া, দুধিপুর গ্রামের শহিন, বারাই গ্রামের অনিল চন্দ্রর ছেলে বিপুর চন্দ্র, রুদ্রনী গ্রামের মানক হাসদার ছেলে অতুল হাসদা, চক সাহাবাজপুর গ্রামের মনছুর আলীর ছেলে রেজাউল।
উপজেলার বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানান ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব।
বিডি প্রতিদিন/১৯ মে ২০১৮/এনায়েত করিম