শিরোনাম
- প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন ডিএমপি কমিশনার
- দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
- তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
- রাশিয়ার মিত্রদের ওপর নিষেধাজ্ঞা চান অধিকাংশ মার্কিন নাগরিক
- শিক্ষার্থীদের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত : ফাওজুল কবির
- নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন : সমাজকল্যাণ উপদেষ্টা
- ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার প্রতিবাদে জেগে ওঠে ছাত্র-জনতা : মাহফুজ আলম
- ফ্রান্স-স্পেনসহ চারটি দেশে ভোটার নিবন্ধনে সম্মতি পেয়েছে ইসি
- ভারতের ছাড়া পানিতে বন্যা, বিস্ফোরণে বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান (ভিডিও)
- একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি
- বিয়ের অনুষ্ঠানে গুলি করে উদযাপন, বরের মৃত্যু
- প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে তিন উপদেষ্টা
- শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী ও প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান
- ‘কৃষকরা মৌসুমী সবজির ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন’
- পিআর নিয়ে কয়েকটি দল মামা বাড়ির আবদার করছে : রিজভী
- সরকারের কমিটি প্রত্যাখ্যান, নতুন ৫ দফা ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের
- এটিইও নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন
- ‘খেটে-খাওয়া মানুষের জীবনমান না বদলালে দেশের পরিবর্তন হবে না’
- স্কুল শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া
- বগুড়ায় ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি
কাপ্তাই হ্রদে পোনা মাছ অবমুক্তকরণ শুরু
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
অনলাইন ভার্সন

রাঙামাটির কাপ্তাই হ্রদে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) উদ্যোগে রাঙামাটি ফিসারির ঘাটে আনুষ্ঠানিকভাবে হ্রদে পোনা মাছ অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদক মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল। এসময় তিনি অবৈধ কারেন্ট জাল পুড়ানো কার্যক্রমেও অংশ নেন।
এসব কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. দিলদার আহমদ, রাঙামাটি ডিজিএফআই অধিনায়ক কর্ণেল মো. শামসুল আলম, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র ব্যবস্থাপক কমান্ডার মো. আসাদুজ্জামান খাঁন আসাদ প্রমুখ।
রাঙামাটি কাপ্তাই হ্রদে পোনামাছ অবমুক্ত করার পর বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদক মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলধারা ও বাংলাদেশের প্রধান মৎস্য উৎপাদন কেন্দ্র রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছধরার ওপর তিন মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুধুমাত্র মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন, বংশ বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে। আর বন্ধকালীন কাপ্তাই হ্রদে যে পরিমাণ পোনা মাছ ছাড়া হবে তা বড় হতে প্রায় ৩ মাস সময় লাগবে। আর এই সময়ে সমস্ত জেলে ও মৎস্য ব্যবসায়ীদের অপেক্ষা করতে হবে। কারণ এসব পোনা মাছ বড় হলে তার সুফল এ অঞ্চলের মানুষ ভোগ করবে। তাই কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এব্যাপারে রাঙামাটি কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র ব্যবস্থাপক কমান্ডার মো. আসাদুজ্জামান খাঁন বলেন, রাঙামাটি কাপ্তাই হ্রদ দেশের কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননের একটি অন্যতম স্থান। এই হ্রদে প্রতি বছর প্রাকৃতিক প্রজননে রুই, কাতল, মৃগেল ও কালিবাউশের বাম্পার প্রজনন হয়। যা দেশের সামগ্রিক মৎস্য সম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই চলতি বছর বন্ধ মৌসুমে কাপ্তাই হ্রদে ১৫ দিনব্যাপী ৩০ মেট্রিক টন কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হবে। শুরুতেই হ্রদে ২২ মেট্রিক টন পোনা মাছ কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে অবমুক্তকরণ করা হবে।
এছাড়া বিএফডিসি কর্পোরেশনের উদ্যোগে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যারচর এলাকার হ্যাচারী ও নার্সারী থেকেও কিছু পোনামাছ উৎপাদন হয়েছে, সেগুলোও হ্রদে অবমুক্ত করা হবে। এসব মাছ বড় হলে এ অঞ্চলের চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় কাপ্তাই হ্রদের মাছ রফতানি করা সম্ভব হবে। এতে একদিকে রাজস্ব খাতে প্রবৃদ্ধি বাড়বে, অন্যদিকে হ্রদের মৎস্য ব্যবসায়ী ও জেলেরা লাভবান হবেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১ মে থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন, বংশ বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। সে সময় কাপ্তাই হ্রদ এলাকায় সকল প্রকার মৎস্য আহরণ, সংরক্ষণ বাজারজাতকরণ, শুকানো ও পরিবহন সম্পন্ন নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সাথে এ নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থাও গ্রহণ করা হয়।
বিডি প্রতিদিন/১৯ মে ২০১৮/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর