ফেনীর ছাগলনাইয়ায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' আলমগীর হোসেন ভূঞা (৩৩) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠান গড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
আলমগীর পশ্চিম পাঠানগড় গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে। তার বিরুদ্ধে ফেনী সদর, ফুলগাজী ও ছাগলনাইয়া থানায় ৯টি মামলা রয়েছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এম মোর্শেদ জানান, শনিবার রাত ১টার দিকে ছাগলনাইয়ার পশ্চিম পাঠানগড় এলাকায় মাদকের একটি বড় চালান পাচার হওয়ার সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়য়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এসময় উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ভূঞা গুলিবিদ্ধ হয়। তাকে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বন্দুক, ৩ রাউন্ড গুলি, ১০০ বোতল ফেনসিডিল ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। মাদক ব্যবসায়ীর গুলিতে এসআই মতিউর রহমান ও দেলোয়ার হোসেন আহত হন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারজানা