নাটোরে শ্যালো ইঞ্জিনচালিত লছিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকেশ দাস নামের একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো অন্তত পাঁচজন। নিহত রাকেশ দাস বাগাতিপাড়া উপজেলার নুরপুর মালঞ্চি চকপাড়া গ্রামের অশোক দাসের ছেলে।
রবিবার সকাল ৮টার দিকে নাটোর-বাগাতিপাড়া সড়কে সদর উপজেলার মাস্তান মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ওসি মশিউর রহমান বলেন, 'সকাল ৮টার দিকে বাগাতিপাড়া থেকে শ্যালো ইঞ্জিনচালিত একটি লছিমনযোগে নাটোরের দিকে আসছিলেন রাকেশ দাসসহ কয়কজন। তারা নাটোর সদর উপজেলার মাস্তান মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে লছিমনটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে রাকেশসহ সবাই আহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় রাকেশকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন