ঢাকার সাভারে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইয়াসিন আসিক, বয়স ১৫ বছর। রবিবার দুপুরে সাভার পৌর এলাকার মজিদপুর এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইয়াসিনের মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তারা সাভার মডেল থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো যাবে।
ইয়াসিন মজিদপুর এলাকার আজাব হোসেনের ছেলে।
বিডি প্রতিদিন/ ২০ মে ২০১৮/ ওয়াসিফ