বাগেরহাটের শরণখোলা-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধর্মঘট প্রত্যাহার হয়েছে। প্রায় ৩০ ঘণ্টা পর সোমবার বিকেল ৪টার দিকে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে সমঝোতার পর বাস মালিক সমিতি নেতারা ও অটোভ্যান চালকরা তাদের আল্টিমেটার তুলে নেন।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস জানান, বিকেল ৪টায় তার কার্যালয়ে উভয় পক্ষের নেতাদের নিয়ে সভা করা হয়। যাত্রীরা স্বাধীনভাবে তাদের সুবিধামতো চলাচল করবে এবং সবধরণের যানবাহন নিয়ম শৃঙ্খলা মেনেই সড়কে চলবে বলে সিদ্ধান্ত হয় সভায়। এর পর থেকেই সড়কে যাত্রীবাহী যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সভায় উপজেলা পরিষদে চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ওসি মো. কবিরুল ইসলাম, ধানসাগর ইউনিয়ন পিরষদের চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু, বাস মালিক সমিতির সভাপতি শামীম আহসান পলাশ, মোরেলগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন বাদশা প্রমূখ উপস্থি ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন