কুষ্টিয়ায় দুই অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র্যাব-১২। এসময় শটগানের এক হাজার ৬৬৯ রাউন্ড গুলি ও দু’টি বন্দুক উদ্ধার করা হয়। সোমবার (২৮ মে) রাত ৯টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার উদিবাড়ী এলাকার মৃত রুস্তম আলী শেখের ছেলে জিন্নাহ (৩৭) এবং থানাপাড়ার মৃত আব্দুল আলীমের ছেলে সাজ্জাদুর রহমান টপি (৩৫)।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে জেলা শিক্ষা অফিসের সামনে অভিযান চালিয়ে অস্ত্র বিক্রেতা জিন্নাহকে আটক করে র্যাব। এসময় তার কাছে ১২ বোর শটগানের ১০০ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যমতে রাতেই সদর থানাপাড়ার সাজ্জাদুর রহমান টপির বাড়িতে অভিযান চালায় র্যাব। এসময় তাকে ১২ বোর শটগানের এক হাজার ৬৬৯ রাউন্ড গুলি ও দেশীয় দু’টি অবৈধ একনলা বন্দুকসহ আটক করা হয়।
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৮/হিমেল