সাতক্ষীরার কলারোয়ায় আবারও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এক মাদক ব্যবসায়ী। দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে মাদক ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি বিনিময়ে আনিছুর রহমান (৪৩) নামে ওই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনিছুর রহমান কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত সুরত আলীর ছেলে।
সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে কাজীরহাট-কলাটুপি এলাকার চিতলা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া উপজেলার খোর্দ্দ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত প্রায় সোয়া দুইটার দিকে কলারোয়ার (কাজীরহাট-কলাটুপি) চিতলা এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে তার নেতৃত্বে টহলরত পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। এ সময় পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পুলিশ এ সময় সেখান থেকে গুলিবিদ্ধ আহত অবস্থায় আনিছুরকে উদ্ধার করে রাত সাড়ে ৩ টার দিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ গোপাল চন্দ্র তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ একটি ওয়ান শ্যুটারগান ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, নিহত আনিছুর এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। সে একাধিক মামলার আসামি এবং মাদক মামলায় দণ্ডিত হয়ে জেলও খেটেছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩টি (অস্ত্র, মাদক ও হত্যা) মামলা দায়ের করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
এদিকে নিহত আনিছুরের স্ত্রী নাজমা বেগম জানান, সোমবার সকালে বাড়ি থেকে তার স্বামীকে পুলিশ তুলে নিয়ে যায়। এরপর স্থানীয় খোর্দ্দ পুলিশ ফাঁড়ি ও কলারোয়া থানায় খোঁজ নিলে তার স্বামীকে আটকের বিষয়টি অস্বীকার করে পুলিশ।
বিডি প্রতিদিন/ ২৯ মে ২০১৮/ ওয়াসিফ