বরগুনার বেতাগীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ফিরোজ নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কুমড়াখালী গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ফিরোজ বেতাগী পৌরসভার হাশেম মৃধার ছেলে। তার বিরুদ্ধে বেতাগী থানায় নয়টি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ভোরে কুমড়াখালী গ্রামে মাদক উদ্ধার অভিযানে মাদক বিক্রেতাদের সঙ্গে র্যাবের গুলি বিনিময়ে মাঝে পড়ে ফিরোজ নিহত হন। এসময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ানশ্যুটার গান, দুই রাউন্ড গুলি ও ২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/২৯ মে ২০১৮/এনায়েত করিম