নোয়াখালী সুধারামের চর কাউনিয়া গ্রামে যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে ও নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর স্বামী মহিন উদ্দিন ও তার পরিবারের লোকজন বাড়িতে লাশ রেখে পালিয়ে গেছে। নিহতের পরিবারের দাবি, যৌতুকের জন্য স্বামী তাকে পিটিয়ে হত্যা করেছে।
সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
জানা যায়, গত ১২ বছর আগে সুধারাম থানার রামহরিতালুক গ্রামের আতরের জামানের মেয়ে নিহত মাইনুর আক্তার মনির সাথে পার্শ্ববর্তী চর মটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের মহিন উদ্দিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও তার শাশুড়ী কাঞ্চন বালা ও ননদ স্বপ্না যৌতুকের জন্য নির্যাতন করে আসছে। এই নিয়ে সামাজিক ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ হয়। পূনঃরায় সোমবার রাতে স্বামী ও তার শাশুড়ী ও ননদ মিলে নির্যাতন করে হত্যা করে তারা বাড়ী ছেড়ে পালিয়ে যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তাকে নির্যাতন করা হয়েছে। তবে ময়না তদন্তের পর পূর্নাঙ্গ ঘটনা বেরিয়ে আসবে। মামলার প্রস্ততি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার