হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রাম থেকে ২শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুর রশিদের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। সে বড় বহুলার হুরাই মিয়া ছেলে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে ডিএস সূত্র জানায় জেলার ৯টি থানার বিভিন্ন এলাকায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করে। এ সময় ২২২পিস ইয়াবা ও ৫ কেজি গাজা উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার