ঈদে ঘরমুখো লঞ্চ যাত্রীদের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার থেকে এই রুটের একটি লঞ্চ কোম্পানী আগাম টিকেট বিক্রি শুরু করে। প্রথমদিন কোন ঝামেলা ছাড়াই টিকিট পাওয়ার কথা জানিয়েছেন যাত্রীরা। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে তাদের। তবে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে দাবি করেছেন লঞ্চ কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার নগরীর দক্ষিন সদর রোডের কীর্তনখোলা লঞ্চের বুকিং কাউন্টার থেকে প্রথম কেবিনের অগ্রিম টিকিট ছাড়া হয়। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নিয়ে টিকিট বিক্রি শুরু করেছে তারা। চলবে কেবিনের স্টক থাকা পর্যন্ত। তবে অন্যান্য লঞ্চ কর্তৃপক্ষ এখনও টিকিট দেয়া শুরু করেনি। তারাও খুব শিঘ্র টিকিট বিক্রি করার কথা জানিয়েছেন।
এদিকে টিকিটের দাম কিছুটা বাড়তি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছে ঈদ উপলক্ষে যে মূল্য নেয়া হচ্ছে তা সরকার নির্ধারিত মূল্যের মধ্যেই রয়েছে। অন্য সময় প্রতিযোগীতার কারণে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কিছুটা কম নেয়া হয়।
লঞ্চগুলোতে শুধু কেবিনের টিকিট অগ্রিম বুকিং করা যায়। তৃতীয় শ্রেণির টিকিট ভ্রমণের দিন লঞ্চে দেয়া হয়। ঈদ উপলক্ষে লঞ্চের সিঙ্গেল কেবিনের ভাড়া এক হাজার ২শ’ টাকা এবং ডাবল কেবিনের টাকা ২ হাজার ৩শ’ টাকা করে নেয়া হচ্ছে। যা অন্যান্য সময় থাকে যথাক্রমে ১ হাজার এবং ২ হাজার টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার