মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুকুর থেকে নিপু বাউরি (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিপু ওই উপজেলার বরমচাল চা বাগানের শ্রমিক দোলন বাউরির স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার সাব ইন্সপেক্টর রফিকুর রহমান জানান, সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন নিপু। মঙ্গলবার সকালে তার চাচা আপন বাউরি পুকুর পাড়ে গেলে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত নিপুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের ভাষ্যমতে তিনি সাতার জানতেন না। পুকুরে পানি আনতে গিয়ে পড়ে মারা যেতে পারেন বলে ধারণা করেছেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/২৯ মে ২০১৮/এনায়েত করিম