জাতীয় কৃষক সমিতি বাগাতিপাড়া উপজেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
আজ মঙ্গলবার (২৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, নাটোর জেলা জাতীয় কৃষক সমিতি সাধারণ সম্পাদক কমরেড আব্দুল করিম, সহ-সভাপতি মশিউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মাসুম, বাগাতিপাড়া উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি আব্দুল হাদী, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, দপ্তর সম্পাদক আব্দুল মমিন প্রমুখ।
জাতীয় কৃষক সমিতি বাগাতিপাড়া উপজেলা শাখার ১০ দফা দাবির মধ্যে রয়েছে দেশের প্রতিটি জেলা উপজেলায় সরকারি উদ্দ্যোগে হিমাগার স্থাপন করে পচনশীল কৃষিপন্য, সবজি ফল-ফুল ও মৎস রক্ষনাবেক্ষণ করা, মালঞ্চি রেলস্টেশন সংস্কারসহ ঢাকা ও খুলনাগামী আন্তঃনগর আপ-ডাউন ট্রেনর যাত্রা বিরতিকরণের ব্যবস্থা গ্রহণ। খোদ কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে উৎপাদিত ফসল ধান, চাল, গম ও পাট ক্রয়ের ব্যবস্থা করা, চারঘাট স্লইস গেট ভেঙ্গে বড়াল, নারদ, মূসা খাঁ, গদাই ও আত্রাই নদীর মাঝখানে সকল বাঁধ অপসারণ করে নদীসুমহের পানির স্বাভাবিক প্রবাহের ব্যবস্থা করাসহ ১০ দফা দাবি রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার