নওগাঁয় ট্রাকের চাপায় আসাদ আলী ( ৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বাইপাস ব্রিজ সংলগ্ন ইকরতাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আসাদ শহরের পার-নওগাঁর মহল্লার প্রত্যাশা ক্লিনিকের মালিক।
নওগাঁ সদর থানার ওসি আব্দুল হাই জানান, মঙ্গলবার সকালে আসাদ সান্তাহার থেকে মোটরসাইকেল নিয়ে নওগাঁ যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে সরাসরি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার