ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের আদমপুর গ্রাম (স্বামীর বাড়ী) থেকে মঙ্গলবার দুপুরে গৃহবধূ তাছলিমা বেগম (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সৌদি প্রবাসী স্বামী মোবাইলে গালাগালি দেওয়ায় অভিমান করে তিনি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তাছলিমা বেগম লক্ষীপুর জেলার রামপুর গ্রামের শেখ রহিমের কন্যা। তার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ৬/৭ বছর আগে আদমপুর গ্রামের বাদশা মুন্সীর ছেলে সৌদি প্রবাসী জাবেদ মুন্সীর সাথে লক্ষ্মীপুর জেলা সদর তাছলিমার সঙ্গে ২য় বিবাহ হয়। জাবেদ মুন্সীর প্রথম স্ত্রী চলে যাওয়ার পর তাছলিমাকে এক সন্তানসহ বিবাহ করে। প্রবাসী জাবেদ বেশ কিছুদিন আগে সৌদি আরব থেকে ছুটি নিয়ে বাড়িও এসেছিলেন।
শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচার ও স্বামীর খারাপ ব্যবহারের কারণে তাছলিমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে পুলিশ ও এলাকাবাসী ধারণা করছে।
ভাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা এসআই সুমন জানান, মঙ্গলবার সকালে তাছলিমার শ্বশুর বাদশা মুন্সী ভাঙ্গা থানায় এসে পুত্রবধূ আত্মহত্যা করেছে মর্মে পুলিশকে জানান। পরে পুলিশ তার ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে। এ ঘটনায় ময়না তদন্তের রির্পোট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম