প্রতারণার মামলায় ঝালকাঠি জেলা শিক্ষক সমিতির সভাপতি সদর উপজেলার নথুলাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মো. তোফাজ্জেল হোসেন হাওলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ মঙ্গলবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এ আদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, বিধবা মানছুরা হোসেনের মেয়ে শারমীন জাহানকে নথুলাবাদ উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষকের পদে চাকরি দেয়ার কথা বলে ২০১৪ সালের ১৯ মে পাঁচ লাখ টাকা নেয় প্রধান শিক্ষক। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ মিমাংসা হয়। পরে তোফাজ্জেল হোসেন বরিশালের রূপালী ব্যাংকে তাঁর অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকার একটি চেক মানছুরা হোসেনকে প্রদান করেন। একাধিক বার চেকটি ডিজঅর্নার হলে মানছুরা হোসেন ২০১৮ সালের ২০ মে আদালতে মামলা দায়ের করেন।
তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একাধিবার সমন জারি করা হলেও তিনি আদালতে হাজির হননি। আজ মঙ্গলবার ধার্য্য তারিখে পলাতক থাকায় আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার