নোয়াখালী সুধারামে দক্ষিণ শুল্লকিয়া গ্রামের শ্বশুর বাড়িতে স্বামীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ৫ দিন পর মঙ্গলবার সন্ধ্যায় শ্বশুর বাড়ির খাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও নিহতের চাচ আবদুল্লাহ জানান, গত ৫ দিন আগে বৃহষ্পতিবার বিকেলে নিহত জহির উদ্দিন (৩২) স্ত্রী রুবি আক্তার ও সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ি এওজবালিয়াতে বেড়াতে যায়। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন স্বামীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
এসআই ইমতিয়াজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৮/হিমেল