নাটোর সদর উপজেলার লোচনগড় গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জের ধরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, স্কুলছাত্রী আখি আকতার, আঞ্জুমান আরা, নূর হোসেন ও আবুল কালাম। আহতরা বর্তমানে নাটোর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা যায়, লোচনগড় গ্রামের প্রভাবশালী ছোটন হোসেনের সাথে র্দীঘদিন ধরে দরিদ্র কৃষক কালামের বিবাদ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে ছোটন ভাড়াটিয়া লোকজন নিয়ে কালামের বাসায় আক্রমণ করে। কালামকে না পেয়ে সন্ত্রাসীরা পরিবারের চার সদস্যকে এলাপাথাড়ি মারধর করে। এ ব্যাপারে নাটোর সদর থানায় অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী পরিবার।
বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৮/হিমেল