ঠাকুরগাঁয়ে কুড়িয়ে পাওয়া নবজাতককে এক নিঃসস্তান দম্পতির কাছে তুলে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেল ৪ টায় আদালতের নির্দেশে শিশুটিকে শামসুল আলম ও শারমিন আক্তার দম্পতির কাছে শর্তসাপেক্ষে হস্তান্তর করা হয়।
জানা যায়, গত ১৫ জুন ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর নামক স্থানে যোদ্ধা নামের এক ব্যক্তির বাড়ির সামনে নবজাতকটিকে কুড়িয়ে পাওয়া যায়। পরে বিষয়টি রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান হান্নুকে জানালে তিনি মরিয়ম আক্তার নামের স্থানীয় এক নারীকে দেখভাল করার দায়িত্ব দেন।
এদিকে নবজাতককে কুড়িয়ে পাওয়ার খবর জানতে পেরে নবজাতককে পাওয়ার আশায় নিঃসস্তান দম্পতি আদালতের দ্বারস্থ হন। আজ মঙ্গলবার বিকেল ৪ টায় আদালতের নির্দেশে শিশুটিকে পালিত মাসহ আদালতে হাজির করা হয়। ঠাকুরগাঁও নারী ও শিশু অতিরিক্ত দায়রা জজ বিএম তরিকুল কবির শর্তসাপেক্ষে নিঃসস্তান দম্পতিকে বাচ্চাটি হস্তাস্তর করেন।
ঠাকুরগাঁও শহরের সাহাপাড়া এলাকার শামসুল আলম ও শারমিন আক্তার দম্পতির কাছে কুড়িয়ে পাওয়া শিশুটিকে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিক ওই শিশুটির নামকরণ করা হয় সিয়াম।
বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৮/হিমেল