কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ বিকালে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বিকালে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি উপ-পরিদর্শক মোহাম্মদ নাজিম উদ্দিন সর্ঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হোয়াইক্যং খারাইগ্যাঘোনার মৃত এজাহার মিয়ার ছেলে আলী আহমদ (৩৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের পাশাপাশি নানা অপরাধে সম্পৃক্ত বলে পুলিশের দাবি।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি উপ-পরিদর্শক নাজিম উদ্দিন জানান, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় চিহ্নিত মাদক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়ে রাতে মাদক উদ্ধারে অভিযান চালানো হবে।
বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৮/হিমেল