মাগুরায় বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মোতালেব মোল্লা (৯০) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে মাগুরা-ঝিনাইদহ সড়কের সাইত্রিশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোতালেব পার্শ্ববর্তী হাজিপুর ইউনিয়নের আলাইপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, রাতে সাইত্রিশ এলাকায় ঝিনাইদহগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস আব্দুল মোতালেবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠায়।
মাগুরা সদর থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা (এসআই) আলমঙ্গীর হোসেন জানান, ঘাতক বাস ও চালক পালিয়ে গেলেও এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৮/হিমেল