অপহরণের ১৯ দিন পর ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র অন্তরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফরিদপুরের পুলিশ সুপার জাকির হোসেন জানান, মঙ্গলবার বিকেলে অন্তরের অপহরণের সাথে জরিত থাকার অভিযোগে মাহবুব আলম নামের একজনকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে অন্তরকে ৭ই জুন রাতে গলায় গামছা পেচিয়ে হত্যা করার কথা স্বীকার করে।
হত্যার পর তাকে একটি ডোবার পাশে গর্ত করে মাটি চাপা দিয়ে রাখে অপহরণকারীরা। অপহরণকারীদের তথ্যমতে মঙ্গলবার রাত ১০টার দিকে তালমা ইউনিয়নের পাগলপাড়ার একটি ডোবা থেকে অন্তরের অর্ধগলিত লাশ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ। পরে খবর পেয়ে স্বজনরা অন্তরের লাশটি দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন।
উল্লেখ, গত ৭ জুন রাতে তারাবিহর নামাজ পড়তে পাগলপাড়া জামে মসজিদে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় অন্তর। এরপর ওই রাতেই মুক্তিপণ দাবি করে ফোন করে অপহরণকারীরা। অপহরণকারীদের কথামতো ১ লাখ ৪০ হাজার টাকা দিলেও অন্তরকে মুক্তি দেয়নি অপহরণকারীরা। অন্তর নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গ্রীস প্রবাসী আবুল হোসেনের পুত্র।
বিডি প্রতিদিন/২৭ জুন ২০১৮/হিমেল