পাবনার ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্রসহ মানিকুজ্জামান সুমন ওরফে মানিক (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের সিবিলহাট তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মানিক ঈশ্বরদী পৌরসভা এলাকার শেরশাহ রোড মহল্লার মৃত আনিসুর রহমান ইউনুসের ছেলে। তার নামে হত্যা, দস্যুতা, চুরিসহ বিভিন্ন জেলায় সর্বমোট ১২টি মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে মানিকুজ্জামান সুমন ওরফে মানিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় লোহার তৈরি একটি শাটারগান ও দুই রাউন্ড কার্টুজের গুলি জব্দ করা হয়।
মানিকের নামে হত্যা, দস্যুতা, চুরিসহ বিভিন্ন জেলায় সর্বমোট ১২টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
মামলা নথিভুক্ত করে আজ আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম