টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার ফলে মহাসড়কের দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় বলে পুলিশ জানান। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর এ আলম বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ট্রাকচালক নিহত হয়। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়।
বিডি প্রতিদিন/২৭ জুন ২০১৮/হিমেল