মুন্সিগঞ্জের সিরাজদিখান ইট বোঝাই একটি মাহেন্দ্র (থ্রি হুইলার) গাড়ির চাপায় নুসরাত (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল ১১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নুসরাত ওই গ্রামের শরিফ সিকদারের মেয়ে ও পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হবে।
বিডি প্রতিদিন/২৭ জুন ২০১৮/হিমেল