হবিগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী সৈয়দ আলীকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় পুলিশ সৈয়দ আলীর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আজ বিকেলে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সৈয়দ আলী হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত সৈয়দ আলীর বিরুদ্ধে হবিগঞ্জের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, পুলিশ এসল্টসহ ২২টি মামলা রয়েছে। ইতিপূর্বে সৈয়দ আলীকে গ্রেফতারের জন্য প্রশাসনের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। কিন্তু সব কিছু এড়িয়ে বীরদর্পে মাদক ব্যবসা চালিয়ে যায় সৈয়দ আলী। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে আসছিল। কিন্তু সে আত্মগোপনে থাকার কারণে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার