পাবনায় পুলিশের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও জঙ্গিবাদ বিরোধী এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বুধবার দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস ছাত্তার মিলোয়াতনে কয়েক হাজার শিক্ষার্থীদের নিয়ে এই মতমিনিয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্চের ডিআইজি এম খুরশীদ হোসেন (বিপিএম বার)। এ সময় তিনি মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ডাক দেন। তিনি বলেন সমাজ, দেশ, রাষ্ট্রকে বাঁচাতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। তা হলেই এই তরুণ সমাজকে রক্ষা করা যাবে।
মাদক ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভায় সরকারি এডওয়ার্ড কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন (বিপিএম - বার), পাবনা জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম), সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর একেএম শওকত আলী খান, ভাইস পিন্সিপাল প্রফেসর ড. শহীদ মোহম্মদ ইব্রাহিম প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার মজুমদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সঙ্গিত পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের মধ্য থেকে দুইজন তরুণ শিক্ষার্থী মাদকের কুফলতা নিয়ে জীবনের ঘটে যাওয়া ঘটনার বর্ননা করেন।
অনুষ্ঠানে সকল শিক্ষার্থীকে হাত তুলে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়। এর সাথে সকল শিক্ষার্থীদের প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা ডিসি ও পুলিশ সুপারে অফিসিয়াল মোবাইল নাম্বার দেয়া হয়। যে কোন প্রয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের সম্পর্কে তথ্য জানানোর আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন