ঝালকাঠির রাজাপুরের আঙ্গারিয়া গ্রামের মাদ্রসাছাত্র শুক্কুর হাওলাদারকে কুপিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধববার উপজেলা পুটিয়াখালি বাজারের রাজাপুর-কাঠালিয়া সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত শুক্কুরের মা বেবি বেগম, তার স্ত্রী লামিয়া বেগম ও তার নানা কুদ্দুস হাওলাদার প্রমুখ। মানববন্ধনে শুক্কুরের স্বজন ও এলাকার ২ শতাধিক লোক অংশ নেন।
বক্তারা বলেন, শুক্কুরকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার করার ঘটনায় মামলা করা হলেও পুলিশ কাউকেই গ্রেফতার করছে না। বর্তমানে আসামিরা নানাভাবে হুমকি দিচ্ছে। তারা আসামিদের দ্রুত গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি করেন।
গত ২৩ এপ্রিল রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের দক্ষিণ ভাতকাঠি গ্রামের ভাতাকাঠি-উত্তমপুর ইটের রাস্তার মোল্লাবাড়ি কালর্ভাট এলাকায় শুকুর আলী হাওলাদারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৪ এপ্রিল তার বাবা দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. দুলাল হাওলাদা বাদি হয়ে রাজাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। শুক্কুর রাজাপুর ফাজিল মাদরাসা থেকে এ বছর আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিল পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
বিডি প্রতিদিন/এ মজুমদার