ঝালকাঠিতে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়। মৃত তৃষা আক্তার (১০) স্থানীয় শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। তৃষা শহরের শেখ মুজিব সড়কের তাহাজ্জুত রাজার মেয়ে।
স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলের খেলোয়ার তৃষা ও তার সহপাঠীরা উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। এসময় তৃষা পানিতে ডুবে নিখোঁজ হয়।
স্থানীয় লোকজন তৃষাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার