আগামী ৩০শে জুন বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপি "উত্তরবঙ্গ তথ্য প্রযুক্তি মেলা ২০১৮"। উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জেলার উল্লেখযোগ্য তথ্য ও প্রযুক্তি প্রতিষ্ঠান এই মেলাতে অংশগ্রহণ করবে।
উত্তরবঙ্গে তথ্য প্রযুক্তির বিকাশ এবং তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলির পারস্পারিক সুসম্পর্ক এই মেলার মূল লক্ষ্য। আয়োজনে দেশের অন্যতম ওয়েব হোস্টিং কোম্পানী আলফা নেট।
বগুড়ার শহরের মালতিনগরে ”বগুড়া কনভেনশন সেন্টার” এ তথ্য প্রযুক্তি মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। মেলার আয়োজক আলফা নেটের প্রতিনিধি জানান, মেলাতে ২০টির অধিক কোম্পানী অংশগ্রহণ করছে। এখানে বিভিন্ন কোম্পানী স্টলে তাদেরও সফটওয়্যার ও সেবা প্রদশন করবেন। এছাড়াও মেলাতে আউটসোসিং, ফ্রীল্যান্সিং এন্ড আইটি ব্যাবসায়িক উদ্যোগ ও সম্ভবনা নিয়ে ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে। মেলাতে বিশেষ বক্তা হিসেবে থাকছেন আমেরিকা প্রবাসী তথ্য প্রযুক্তিবিদ ও প্রখ্যাত আইটি উদ্যোক্তা আবু সুফিয়ান হায়দার।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন