বাগেরহাটের শরণখোলায় ইয়াবাসহ মাসুম তালাকদার (৩২) নামের এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক মাসুম উপজেলার গোলবুনিয়া গ্রামের মৃত বারেক তালুকদারের ছেলে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে এসএই শফিকুলের নেতৃত্বে পুলিশ পাঁচরাস্তা মোড়ে থেকে মাসুমকে আটক করে। সে সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি থেকে নিজে সেবনের জন্য ওই ইয়াবা কিনে এনেছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার