বাংলাবান্ধা স্থল বন্দরে পূর্বের লোডিংয়ের টাকা ফেরত এবং পরবর্তীতে লোডিংয়ের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পাথর আমদানিকারকরা। আজ বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি পালন করে আমদানিকারকরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত ১৪ মে থেকে হঠাৎ করেই বন্দর কতৃপক্ষ পণ্য আমদানিতে প্রতি টনে লোড বাবদ ৫২ টাকা এবং আনলোড বাবদ ৫২ টাকা নির্ধারণ করে। তাই ব্যবসায়ীদের পোর্টচার্জ এবং ভ্যাটসহ ১২০ টাকা অতিরিক্ত প্রদান করতে হয়। কিন্তু পণ্য লোড-আনলোডের নামে এই টাকা নেয়া হলেও কতৃপক্ষ শুধুমাত্র পণ্য আনলোড করে দেয়।
গত এক মাসে কয়েক দফায় পণ্য লোড করে দেয়ার আবেদন জানালেও পোর্ট ইজারাদার কোম্পানি বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেড আমদানিকারকদেরকে পণ্য লোডের সেবা দেয়নি। ফলে আমদানিকারকদেরকে পণ্য লোডিং-এর পেছনে আলাদা আরও টাকা দিতে হয়েছে। এতে বিপুল পরিমাণ লোকশান গুণতে হচ্ছে পাথর আমদানীকারকদের।
এদিকে পণ্য আমদানিকারকদের এই আন্দোলনের ফলে ভারত, নেপাল এবং ভুটানের অর্ধশতাধিক ট্রাক আটকে পড়েছে স্থলবন্দরটিতে। এসব ট্রাকের ড্রাইভার এবং হেলপাররা মানবেতর জীবন যাপন করছে। তারা জানিয়েছে, না খেয়ে না ঘুমিয়ে দিন পার করছে। কারণ তাদের কাছে কোন টাকা নেই। ব্যবসায়ীরাও কোন খোঁজ রাখছে না তাদের। অন্যদিকে বেকার হয়ে পড়েছে বন্দর সংশ্লিষ্ট সহস্রাধিক শ্রমিক। গত একমাসের অচলাবস্থায় তারাও মানবেতর জীবনযাপন করছে।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের কাউকে এসময় পাওয়া যায়নি। মুঠোফোনে ম্যানেজার মামুন সোবহানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বিডি প্রতিদিন/এ মজুমদার