নরসিংদীর রায়পুরায় স্বামী ও দুই সন্তান নিহতের ঘটনায় আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেবর, ননদ, ভাসুর ও নিকট আত্মীয়রা পরিকল্পিত ভাবে তাদের হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। বুধবার দুপুরে নিহতের স্ত্রী সাদিয়া বেগম বাদী হয়ে ৮ জনকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট নাহিদা রহমান মিতু আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলো নিহত কাজলের ভাই জলিল মোল্লা, সামসুউদ্দিন মোল্লা, হারুন মোল্লা, নিহতের বোন বেবি আক্তার ও আয়েশা আক্তার। তাদের স্বামী রুহুল আমীন ও নজরুল মোল্লা।
গেল শুক্রবার সকালে রায়পুরা তুলাতলী গ্রামে দুই সন্তানসহ কাজল মোল্লার লাশ পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন