বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠায় ময়মনসিংহের ফুলপুরে যেন আনন্দের বন্যা বয়ে যায়। প্রাণ ফিরে আসে ভক্তদের মাঝে। ৪শ' ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা নিয়ে বুধবার সন্ধ্যায় তারা আনন্দ মিছিল করে।
ফুলপুর ডিগ্রি কলেজ রোড থেকে মিছিলটি শুরু হয়। সামনে একটি অটো রিকশায় মাইক লাগিয়ে গান বাজিয়ে ও নানা স্লোগান দিতে দিতে শহরের দিকে এগিয়ে যায় মিছিলটি। মিছিলে স্কুল-কলেজের ছাত্র, এলাকার যুব সমাজ ও আর্জেন্টিনার বিভিন্ন বয়সের ভক্তসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
শুরুর সময় এতে লোকসংখ্যা কম থাকলেও পরে নেচে গেয়ে গানের তালে তালে পথচলার সময় অলি-গলি থেকে যোগ দিতে থাকে আর্জেন্টিনার ভক্তরা। বিশ্ব রোড অতিক্রম করার সময় নজর কাড়ে আর্জেন্টিনার ৪শ ফুট লম্বা পতাকা। ভক্তদের নাচানাচির ভারে প্রকম্পিত হয়ে ওঠে ফুলপুরের আকাশ বাতাস। এ সময় বিশ্বরোডে আটকা পড়ে শত শত যানবাহন। ক্ষণিকের জন্য থেমে যায় পথচারীর পথ চলাও। বিমুগ্ধ হয়ে অবলোকন ও উপভোগ করতে থাকে উঠতি বয়সের যুবক ও কিশোরদের আনন্দ মিছিল।
তখন সাময়িক যান চলাচল বন্ধ থাকলেও আর্জেন্টিনা ভক্তদের নাচনভঙ্গি ও ‘জিতিবেরে জিতিবে, আর্জেন্টিনা জিতিবে। এবার হবে আর্জেন্টিনার বিশ্বকাপ, এতে কারো নেই মাপ’ ইত্যাদি নানা স্লোগানে মুখরিত পথচারীরা আনন্দে মুগ্ধ হয়ে ওঠে। মিছিলটি কলেজ রোড থেকে মহাসড়ক অতিক্রম করে আমুয়াকান্দা বাজারে গিয়ে ঢুকে। বাজারের মসজিদ গলি হয়ে আমুয়াকান্দা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় রাস্তা দিয়ে সোজা চলে যায় বালিয়া মোড়ে। বালিয়া মোড় থেকে ঢাকা-শেরপুর মহাসড়ক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমুয়াকান্দা ব্রিজ, বাসস্ট্যান্ড, থানা রোড, হাজী রোড, শিববাড়ি রোড, মুক্তিযোদ্ধা স্মরণি ও ছনকান্দা বাজার হয়ে পাইকপাড়ায় সাবেক এমপি হায়াতোর রহমান খান বেলালের বাড়ি পর্যন্ত যায়।
পরে সেখান থেকে ফিরে উপজেলা চত্বর, গোদারিয়া রোড, মহিলা ডিগ্রি কলেজ ও শেরপুর রোড হয়ে ভাষা সৈনিক এম. শামছুল হক চত্বরে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/ ২৮ জুন ২০১৮/ ওয়াসিফ