লক্ষ্মীপুরে ট্রাক ভর্তি ৬৫ বস্তা কেমিকেল মিশ্রিত সুপারিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় পশ্চিম লক্ষ্মীপুর গ্রাম থেকে বুধবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের ৫০ হাজার টাকা জরিমানা ও মুছলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
এ সময় জব্দকৃত সুপারিগুলো সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে রোলার দিয়ে বিনষ্ট করা হয়। সুপারিগুলোর বাজার মুল্য প্রায় সোয়া দুই লাখ টাকা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আটককৃতরা হলেন, সদর উপজেলার চর মন্ডল গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. বাবুল হোসেন ও দালাল বাজার এলাকার ইদ্রিছ মিয়ার ছেলে মো. বেলাল হোসেন।
আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাজান আলী জানান, সুপারিতে কেমিকেল মিশ্রিত অবস্থায় তাদের হাতে-নাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/ ২৮ জুন ২০১৮/ ওয়াসিফ