গাজীপুর সিটি কর্পোরেশনের দণি জরুন এলাকার একটি পোশাক কারখানায় বুধবার রাতে এক নারী শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশের নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের নাম মিতু আক্তার (২৫)।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, বুধবার রাতে কারখানা চলাকালীন সময়ে ওই নারী শ্রমিককে সিড়িতে কে বা কারা গলা কেটে ফেলে রাখে। রাত সাড়ে ৮ টার দিকে অন্য শ্রমিকরা সিড়িতে মরদেহ পড়ে থাকতে দেখে কারখানা কর্তৃপকে জানায়। পরে কারখানার একটি গাড়িতে করে শ্রমিক মিতু আক্তারকে কোনাবাড়ী শরীফ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিতু আক্তারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের সহকর্মীরা জানায়, মিতু আক্তারের বাড়ি বরিশাল জেলায়। এদিকে, মিতু আক্তারের মৃত্যুর খবর ঐ পোশাক কারখানার শ্রমিকের মধ্যে ছড়িয়ে পড়লে সহকর্মীরা উত্তেজিত হয়ে উঠে এবং কাজ বন্ধ করে দেয়। শ্রমিকরা খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
জয়দেবপুর থানাধীন কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোবারক হোসেন জানান, কারখানায় শ্রমিক খুনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
বিডি প্রতিদিন/ ২৮ জুন ২০১৮/ ওয়াসিফ