গোপালগঞ্জ পৌর-আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ আসাদুজ্জামান টিটোকে হত্যা মামলার আটককৃত তিন আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রবিবার নড়াইল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তিন আসামির প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুরকৃত আসামীরা হলো- পান্নু শেখ,মো. আজিজুল ও সালমা বেগম। এদের সকলের বাড়ি নড়াইল জেলার চরসিংগাতি গ্রামে।
নড়াইল জেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর কবীর মুঠোফোনে জানান, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটকের পর আদালতে দশ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক শুানানি শেষে প্রত্যেক আসামীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আরো জানান, মামলার অপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মামলার বাদী নিহতের ছোট ভাই আশিকুজ্জামান শরীফ কান্নাজড়িত কন্ঠে বলেন আমি সরকারের কাছে আমার ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।
উল্লেখ্য, ১ জুলাই রবিবার বেলা আনুমানিক ১২ টার দিকে টিটো শরীফ মটর সাইকেলে করে গোপালগঞ্জ-নড়াইলের সিমান্তবর্তী চরসিংগাতির মাছের ঘের থেকে ফিরছিলেন। পথিমধ্যে এক দল দুর্বৃত্ত তার পথরোধ করে ফুলকুচি (মাছ মারা যন্ত্র বিশেষ) কুপিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। পরে ডান হাত কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে তাকে হত্যা করে। মামলায় ১৮ জনের নাম ও অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার