মাগুরার মহম্মদপুরে পুরাতন একটি ঘরের দেয়াল ধসে একটি শিশুর মৃত্যু হয়েছে। মৃত সেই শিশুর নাম মেহারাব শেখ (৭)।
মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার হরে কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। মেহারাব ওই এলাকার কাওসার শেখের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় তিন শিশু পরিত্যক্ত একটি ঘরের মধ্যে খেলা করছিল। হঠাৎ ঘরের একটি দেয়াল ভেঙে পড়লে তিনজনই চাপা পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মেহারাবকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর