বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বুধবার নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’ এ স্লোগানকে সামনে রেখে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলের সামনে এসে শেষ হয়।
পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে পাবলিক হলের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান সাজু, নারী প্রগতি সংঘের নেত্রকোনা কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ আন্টু, ব্র্যাকের সমন্বয়কারী প্রবাল সাহা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা হোসনে আরা বেগম।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সেবা দানকারী ১৫ জন শ্রেষ্ঠ মাঠ কর্মীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম