‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৮। দিবসটি উপলক্ষ্যে বুধবার র্যালি, আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর ও উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। পরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার(ভূমি) মো. আলমগীর হুসাইন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মেডিকেল অফিসার ডা. হোসনে আরা হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন ও চেয়ারম্যান মাহামুদ আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেগম রেবেকা খাতুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আফরোজা খানম, পরিবার পরিকল্পনা পরিদর্শক জুয়েল আজাদ, পরিবার কল্যান সহকারী জান্নাতুন নেছা, সূর্যের হাসি ক্লিনিক এর ম্যানেজার আব্দুল মান্নান হাওলাদার প্রমুখ। আলোচনা শেষে ২০১৭-১৮ অর্থবছরে পরিবার পরিকল্পনা বিভাগের শ্রেষ্ঠ ৭ জনকে সনদ ও পুরষ্কার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৮/হিমেল