নরসিংদীতে এলজিইডি’র কর্মচারিদের চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি পালন করা হচ্ছে। এলজিইডির উন্নয়ন প্রকল্প, মাষ্টার রোল কর্মকর্তা কর্মচারী ঐক্যপরিষদের ব্যানারে এ কর্মবিরতি পালন করা হয়। আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পযর্ন্ত এ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন পরিষদের নেতারা।
সকাল ১০টার দিকে উন্নয়ন প্রকল্প, মাষ্টার রোল কর্মকর্তা কর্মচারীরা এলজিইডির প্রধান ফটকে ব্যানার ফেস্টুন নিয়ে কর্মবিরতি কর্মসূচিতে দাঁড়ায়। এসময় বক্তার বলেন, মহামান্য হাইকোট বিভাগ, সুপ্রিমকোট কোট বিভাগসহ আইন মন্ত্রণালয় চাকরি স্থায়ীকরণে মতামত দিলেও তা এখনো বাস্তবায়ন হচ্ছে না। ফলে পরিবার পরিজন নিয়ে আমরা রাস্তায় নেমে এসেছি। জীবনের শেষ বয়সে এসে আমরা কোথায় গিয়ে দাঁড়াব। তাই অনতিবিলম্বে আমাদের চাকরি স্থায়ী করার দাবি জানাচ্ছি। এসময় বক্তব্য রাখেন মাষ্টার রোল কর্মকর্তা কর্মচারী ঐক্যপরিষদের সভাপতি ইয়াকুব আলী সরদার। এসময় আরো উপস্থিত ছিলেন আব্দুল গফুর, অর্বন চন্দ্র দাস, আব্দুর রশিদ, এনামুল হক প্রমূখ।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৮/হিমেল