সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কোনাবাড়ি এলাকায় দিনে দুপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন ৬ শ্রমিক। আজ দুপুরের দিকে পুলিশ অজ্ঞান অবস্থায় ৬ শ্রমিককে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। তারা হলো- লালমনিরহাট জেলা সদরের তালুকবানি গ্রামের রাব্বি (২০),আনোয়ারুল হোসেন (১৪), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৩৬), একই উপজেলার বেতকাপা গ্রামের রানা (৩০), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাবু (৩৫) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আশরাফুল (৩০)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ সৈয়দ শহীদ আলম জানান, কোনাবাড়ি এলাকায় মহাসড়কের পাশে ৬ শ্রমিক অজ্ঞান অবস্থায় পড়েছিল। সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়।
তিনি আরো জানান, ঢাকা থেকে ওই ছয় শ্রমিক ট্রাকযোগে বাড়ি ফিরছিল। পথে খাবারের সঙ্গে চালক ও হেলপার নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাদের অচেতন করে সর্বস্ব লুট করে নিয়ে ফেলে রেখে যায়। শ্রমিকরা সুস্থ হলে বিস্তারিত জানার পর মামলা হবে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার