দিনাজপুরে গোপন বৈঠক করার সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচিসহ ১৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
এ ঘটনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচিসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ জন উল্লেখ করে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে পুলিশ জানায়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিলের শুনানির রায়ের দিনে নাশকতা ঘটানোর উদ্দেশে আটকরা শহরের পাহাড়পুরে গোপন বৈঠক করছিল। মঙ্গলবার দিবাগত রাতে নাশকতার উদ্দেশে এ গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচির বাড়িতে পুলিশ গেলে তারেকসহ ১৬ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১৫টি ককটেল, লোহার তৈরি হাসুয়া, ১০টি লোহার রড, বাশের লাঠি। তবে বৈঠকে উপস্থিত থাকা অনেকেই পালিয়ে যায়।
তিনি আরও জানান, ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ জন উল্লেখ করে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম