দিনাজপুরের চিরিরবন্দরের বিদ্যুস্পৃষ্টে মিনারা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাজীপাড়ায় এ ঘটনা ঘটে। গৃহবধূ মিনারা বেগম (৩২) চিরিরবন্দরের আব্দুলপুর ইউপি’র হাজীপাড়ার মো. আকবর আলীর স্ত্রী।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, বাড়ির ঘর মোছার সময় মেঝেতে থাকা মাল্টি প্লাগে অসাবধানতা বশত হাত পড়লে বিদ্যুতায়িত হয়ে পড়েন মিনারা বেগম। এসময় চিৎকার দিলে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার ওসি মো. হারেসুল ইসলাম জানান, বিষয়টি অবগত হয়েছি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান