মৌলভীবাজারে ২শ' পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প। গত মঙ্গলবার (১০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় দক্ষিণ কলিমাবাদ এলাকার বীর বিক্রম হাউস এর (হোল্ডিং নং-২৭/০২-০৪) সম্মুখের পাকা সড়ক থেকে ২শ' পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করে র্যাব।
আটককৃতরা হলো- সদর উপজেলার লম্বধরপুর গ্রামের মৃত ইসমাইল মিয়ার পুত্র মো. আবু সাঈদ (৪২) ও একই গ্রামের মৃত আলকাছ মিয়ার পুত্র মো. আব্দুল আহাদ (৩২)। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃতদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৮/হিমেল