গাজীপুরের কাপাসিয়ায় বাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে আছিয়া (৩০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। নিহত আছিয়া কিশোরগঞ্জ জেলার নান্দাইল থানা নয়াপাড়া গ্রামের জুবেদ আলীর মেয়ে। এসময় সিএনজির অপর চার যাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বুধবার সকালে আছিয়া ও তার স্বামী দুই সন্তান সাথে নিয়ে গাজীপুর থেকে একটি সিএনজি ভাড়া করে কিশোরগঞ্জের নান্দাইল বাবার বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক কাপাসিয়ার বীরউজুলী দীঘিরপাড় এলাকায় ঢাকাগামী জলসিড়ি একটি বাস সিএনজিটিকে ধাক্কা দিলে রাস্তা থেকে ছিটকে খাদে পড়লে ঘটনাস্থলেই আছিয়ার মৃত্যু হয়। এ সময় আছিয়ার স্বামী বাসেদ তার দুই সন্তান ও সিএনজি চালকসহ আহত হয়।
পরে তাদেরকে এলাকার লোকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে কাপাসিয়া থানার এসআই শাহীন মিয়া ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান