মাদারীপুরের রাজৈর উপজেলার কুমার নদ থেকে এক অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার লাশটি উদ্ধার করা হয় বলে জানান রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ।
তিনি বলেন, লাশটি সম্পূর্ণভাবে পানিতে পচে গলে গেছে। শুধুমাত্র লাশটির শরীরের একটি জিন্সের প্যান্ট রয়েছে। লাশটির কন্ডিশন এমন যে এর পরিচয় নিশ্চিত করা খুব কঠিন হয়ে পড়েছে। আমরা ধারণা করছি প্রায় দশ পনের দিন আগে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। যা ভাসতে ভাসতে কুমার নদের বাজিতপুর এলাকায় ভেসে এসে পৌছে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে রাজৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি মোর্শেদ।
বিডি-প্রতিদিন/২১ জুলাই, ২০১৮/মাহবুব